নীল -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 14, 2013
নীল অরণ্যে সোনালী রোদ্দুর, অবাক আপ্লুত আঁখি
মুহুর্তেই মেঘদুতের ডানায় দেখি নীল কষ্টের ছড়াছড়ি।
আঁধারে জ্বলজ্বলে তারার ঝিকিমিকি,
উদ্ভ্রান্তের মত হাজারো তারা গুনি, এই বুঝি এলে
হঠাৎ আমার বুকের নীল সাগরে খশে পরে একটি ধ্রুব তারা।
সাদা মেঘের কোলাহল মিছিল, অনাগত উষার অর্নিল
উৎকন্ঠিত অনুভবে জড়তার রাশি;
সচল ভ্রান্তি আমার অবিচল কচ্ছপের ন্যায় বাড়ে!
পথের খুঁজে পথে নেমে রাস্তাগুলো সব হাড়িয়ে যায়
ভুলে ভুলে মনের ঘরে ঝুপ করেই আঁধার ঘনায়!
এ কেমন ভ্রান্তি আমার,
চোখ বুজলেই তোমার দেখা পাই
হাত বাড়িয়ে ছুতে গেলেই
তোমার অস্পৃশ্য ছায়া অট্টহাসিতে ফেটে পরে!
মেঘের মনের বিকি কিনি দিন দিন বাড়ে,
নিশিথের নিদ্রা অভিমানে মন কাঁপে
এই তো এলে, পাশে বসলে,
আর বসলেই কেন ঘুম আসেনা;
দুরে গেলে মন হাসে না!
নখের আঁচড়ে জমিন আকড়ে রই
আঙুলের ডগা হতে আকাশ ছুটে যায়
বহ্নিহীন তোমার অদৃশ্য স্পর্শে, ভোর হয়ে যায়।
বিষন্ন আকাশ সোনালো রোদ্দুরে ছেয়ে যায়
সমুদ্র গর্জনে ভেসে আসে দুঃখ সুখের বীনা!
তুমি এলেই প্রকৃতি হেসে উঠে
লজ্জাবতী লাজে রাঙে, মহিরুহ খেলা করে সবুজ ঘাঁশে
কাঠের পুরানো চেয়ার,ভাঙা কাপ,বইয়ের বিবর্ন হয়ে যাওয়া পৃষ্ঠা
নেতিয়ে পরা মাধবীলতা
সব যেন জীবন্ত হয়ে উঠে!
বাতাসে পাতার মরমর শব্দে মনে হয় তুমি এলে
কপাট খুলতেই ভীষন শুন্যতায় চারিদিক ছেয়ে যায়!
এলে মনে হয় এখানেই তো ছিলে
চলে গেলে মনে হয়, এইতো এসেছিলে!
এই যে পায়ের ছাপ, চুলের ঘ্রাণ,
চাদরে জড়ানো স্নেহের ছিটেফুটা
আড়ষ্ট চোখ প্রবল ঘুমে আচ্ছন্ন, এ কেমন ভ্রান্তি আমার
চোখের পাতায় দেখি জেগে তুমি একাকী!
অভিমানী ফুল নিভৃতে ঝড়ে পরে বিষাদের আঙিনায়
তোমার বিরহ গন্দ্ব ছড়ায় আঁধারে!
এলেই মনে হয় ছিলে বহুকাল ধরে,
গেলেই হয়ে যাই বিবর্ন শুষ্ক তৃনলতা!
এ কেমন ভ্রান্তি বলো চোখের পাতায় জুড়ে থাকো,
যেতে যেতে অবুঝ চোখে ফিরে ফিরে পিছু দেখো!

Add to favorites
2,370 views