নৈতিক অবক্ষয় ও মরিয়ম নেছা -
এইচ বি রিতা
Published on: জুলাই 10, 2017
মরিয়ম নেছা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তেজপাটুলি গ্রামের বাসিন্দা। স্বামী মারা গেছেন চল্লিশ বছর আগে তাঁর তিন ছেলে ও দুই মেয়ে। কিন্তু কোনো সন্তান তাঁর খেয়াল রাখেননি। এই বয়সেও তিনি ভিক্ষা করে পেটের ভাত জোগাড় করতেন। হাঁটার ক্ষমতা হারানোর পরে রাতে ঘুমানোর জন্য তাঁর ঠিকানা মেলে এক ছেলের গোয়ালঘরে।
মে মাসের ২৮ তারিখের ঘটনা। রাতের অন্ধকারে তাঁর একটি পায়ে শিয়ালে এসে কামড়ে দেয়। তবু ছেলেমেয়েরা তাঁর পাশে আসেননি। তাঁর চিকিৎসাও হয়নি। কাঁথা মুড়ি দিয়ে পড়ে ছিলেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ার পর এখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এই হচ্ছে সামাজিক ও মানবিক মূল্যবোধ ধ্বসে পড়া আমাদের প্রিয় বাংলাদেশ। এখানে রোজ শিশু ধর্ষণ হয় ৩৫+ পুরুষের দ্বারা। এদেশে ক্ষমতার বলে ঘর হতে তুলে নিয়ে ধর্ষণ করা হয় যুবতী মেয়েদের, তনু হত্যার রহস্য আড়ালেই রয়ে যায়। বিচার পায়না পূর্নীমা রানী শীলরা। এদেশে খুন এখন বৈধ, কিরিচ দিয়ে দিনের আলোয় কুপিয়ে মারা হয় বিশ্বজিতদের; তবু অপরাধী বুক দর্পে খালাস পেয়ে যায়!
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মমভাবে নির্যাতিত হয় ইয়াস্মিন সহ লিমন, কাদের, রাব্বীর মতো ছেলেরা। ধর্ষণের বিচার না পেয়ে শিশু কন্যাকে নিয়ে ট্রেইনের নিচে ঝাপ দেন অসহায় পিতা। এ দেশে মুক্তিযোদ্ধা মরে না খেয়ে, পাঠ্য বইয়ে সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেয়া হয়! জঙ্গি দমনের নামে হয়রানী করা হয় নিরিহ মানুষকে, ক্রস ফায়ারে উড়িয়ে দেয়া হয় রাষ্ট্রের বিপক্ষ সাক্ষীদের! ঠিকাদার বেশী মুনাফা লুটতে গিয়ে ভবনের খুঁটিতে রডের বদলে দেন বাঁশ, ভুল স্বাস্থ্যসেবায় অনৈতিক চিকিৎসকগন, সঠিক তদারকির অভাবে বাহ্যিক ও অভ্যন্তরীণ ত্রুটি নিয়ে প্রতিনিয়ত মহানগরীতে চলাচল করছে হাজারো যানবাহন, ভাঙা সড়ক দিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে; অথচ সড়ক মেরামতে সিটি করপোরেশনগুলোর কার্যকর কোনো উদ্যাগ দেখা চোখে পড়েনা। বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির মত ঘটনাকেও একটা সময়ের পর বাতাসে উড়িয়ে দেয়া হয়। যাদের হাতে দেশ রক্ষার দায়ীত্ব তারাই নিজের আঁখের ঘুচাতে স্বীকৃতি দিচ্ছে মাদকদ্রব্য ব্যবসায়ীদের।
গণমাধ্যম এখন আর গণমানুষের কথা বলে না। সব এখন কর্পোরেট বাণিজ্য। একের পর এক হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং দুর্ধর্ষ খুনিদের ধরতে পুলিশের ব্যর্থতা নিয়ে গনমাধ্যম কথা বলেনা।
তবে কি বাংলাদেশের আরেক নাম মরিয়ম নেছা? ময়মনসিংহের মরিয়ম নেছার মতই অনাদর-অবহেলার শিকার বাংলাদেশকে আজ একের অধীক শেয়ালে কামড়াচ্ছে।
স্বৈরশাসক নামের শেয়াল, বৈরোধী দল নামের শেয়াল, অসাধু ব্যবসায়ী শেয়াল, দুর্নীতিবাজ প্রশাসন শেয়াল, মার্কিন-ভারত নামের শেয়াল, ধর্ষক শেয়াল, খুনী শেয়াল, মাদকদ্রব্য চালানকারী শেয়াল, ত্রুটিপূর্ণ চিকিৎসক শেয়াল, হলুদ সাংবাদিকতার নামে দায়ীত্বহীন শেয়াল,চারিদিকে এতো শেয়াল যে সব শেয়ালকে চিনেও মুখে কুলুপ এঁটে বসে থাকা ছাড়া যেন আমাদের কিছুই করার নেই।
হাসপাতালে মরিয়ম নেছার কাছে সাংবাদিকরা তাঁর অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষীণ কণ্ঠে বলেন, “আগের চেয়ে একটু ভালো”। হাতের মুঠো দেখিয়ে বলেন, “আমারে তিন বেলা একটু ভাত দিলেই অইব।”
একজন জননীর জন্য এক মুঠো ভাতের ব্যবস্থা করার মত নৈতিকতাও আজ আমরা হাড়িয়ে ফেলেছি।
নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয় বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়সহ যত অপরাধ সংঘটিত হচ্ছে তার প্রায় সবগুলোই নৈতিক স্খলন ও মূল্যবোধের অবক্ষয়জনিত কারণে হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে পরিবার-সমাজ।
এই যে পারিবারিক, সামাজিক ও মানবিক অবক্ষয় আমাদের, এর প্রতিকারের আগে ভাবতে হবে এর শুরু কোথা থেকে? শুরুটা জানলে তবেই আমরা কিছুটা হলেও বুঝতে সক্ষম হবো একজন সন্তান কি করে তার ৯০ বছরের বৃদ্ধা জননীকে গোয়াল ঘরে ফেলে রাখে শেয়ালের কামর খেতে!
____ডার্ক এভিল(HB Rita)

Add to favorites
1,766 views