পঙ্কিল সমুদ্র -
আসাদুজ্জামান শাওন
Published on: মে 18, 2018
পঙ্কিল সমুদ্র
আসাদুজ্জামান শাওন
—————————————–
সমুদ্র দেখবো নয়ন ভরে
হাতটি তোমার আলতো ধরে
বিষণ্ন দৃষ্টিতে চুপটি করে –
আঁকবো তোমায় আলোক ভোরে।
স্নিগ্ধকর হাসি অধর ছুঁয়ে
প্রহর হারায় সময় ধুয়ে,
পঙ্কিল সমুদ্রে দু’পা ভিজিয়ে
নূপুরের স্নান জলে ডুবিয়ে।
বালুপথ জুড়ে পথভ্রমণে
হাঁটবো দু’জন অদ্ভুত মনে;
দূরের পাহাড় – সমুদ্র মন্থনে
তরী দূরগামী তুমি ক্রন্দনে।
মাতাল হাওয়া স্পর্শের লাজে
অশ্রু ভেসে যায় দুঃখ জাহাজে;
সামুদ্রিক ঝড় – বর্ষায় ভিজে
সিক্ত যে দু’জন সন্ধ্যা সাঁঝে।
রংধনু হারায় গভীর জলে
গোধূলি লুকায় সন্ধ্যার কোলে,
নীরব ভাষায় খানিক ছলে
দাঁড়িয়ে দু’জন অতীত ভুলে।
ছন্দ:- একাবলী (৬+৫)

Add to favorites
722 views