অন্তঃসারহীন অন্তরালে -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
ময়লার স্তুপের সমান অনুভূতির অভিযোগ,
কাগজের ফ্রেমে আঁটকে থাকা শব্দের শবদেহ,
আমার আসা-যাওয়া চেতনার শ্মশানে,
শালীনতার মুখোশ পরে যাই নোংরা গলিতে,
তুমিতো বসন্ত ফুলের প্রতিফলনে
আঁকা প্রজাপতি,
তারপর ইতিহাস হয় বিগত অপেক্ষার প্রতিলিপি,
গয়নার গরিমায় তোমার লক্ষীন্দরের বাসর,
ব্যবধান সেখানে সাপের আনাগোনা নিষেধ বিলক্ষণ,
বাঙালির শাড়িতে তুমি নীল-নদের নীলিমার মেশা,
রাত-দিনে তুমি রাতুল চোখের নীলমণি,
কবিতা-সেতো অপার্থিব সুখের সীমাহীন সন্মোহন,
‘জীবনান্দের’ চোখে অবশেষে শুধু কেউ কেউ কবি,
আমি-কবি নই, জীবনের জলছবি আঁকি আনমনে,
তুমি তা দেখোনাই-তোমার জন্য কিছু ছিলো,
অপরাহ্ন আর উপভোগের সীমায় বসে বসে কতো,
আজ উল্টে গ্যাছে সকল পাশার দান,
যুগের কাছে কেবলি আজ অর্থহীন আশা;
আর কিছু মান- অভিমান।

Add to favorites
204 views