পরিতাপ -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 8, 2021
রাতের মতো রাতটা থাকুক দিনের মতো দিন,
নিয়মটাকে উল্টে দিলে বাড়বে শুধু ঋণ ।
রাস্তা ছিল ঘাসের মায়ার চকচকিয়ে ভুরু,
খেয়ে নিলো হকচকিয়ে লাগামছাড়া গরু ।
দিচ্ছো কাকে ঘরের চাবি থাকতে অবলীলায়,
খোঁজ না নিয়ে আদ্যপ্রান্ত নিছক হেলাফেলার।
পুড়তে পারে মন-ময়ূরী কঠিন বরিষণে
কে নিভাবে সেই খান্ডব জলের অভিমানে ।
ছন্দ ছিলো অন্তমিলের বসন্ত বিজয়াতে,
আধুনিকা গদ্যের চাল দিলো কবিতাতে ।
কাটলে হৃদয় যায় না পড়া অনাগত ভাষা,
কোন লাঙ্গলে ফুঁড়বে জমিন ছন্নছাড়া চাষা ।
অবশেষে থাকবে থালায় শুধুই পরিতাপ,
বাঁচতে হবে সকাল বিকাল নিয়ে অভিশাপ ।

Add to favorites
35 views