পরিবর্তন চাই -
Nilufa Begum
Published on: জুলাই 12, 2018
শিশু প্রজাপতিকে স্বেচ্ছাচারীর নির্মমতায়
অতি সহজেই মুঠোবন্দী করা যায়;
আমাকে?
না, পারবে না।
আমি এক অংকুরিত শস্য দানা
যে কোন স্থানে, যে কোন কালে;
মাথা উঁচু করে দাড়ানোই আমার স্বভাব।
আমাকে তো চেন, ওষ্ঠে আমার প্রতিবাদের
অগ্নিস্ফুলিঙ্গ বার বার প্রোজ্জ্বলিত হয়
বিশ্বাসঘাতকের কলজেটা টেনে ধরে
আমিও সানাই বাজাতে পারি।
কেন আজীবন হিসেবের থলিতে
জমা হয় শুধু অবহেলা, নির্যাতন;
অবিশ্বাসের জঞ্জাল
আমাকে তো তুমি জান
ঝঞ্জা বিক্ষুব্ধ রজনীতে একটা মশাল;
আমিও জ্বালাতে পারি ।
তাই বলছি এখনো ঝড় ওঠেনি
সূর্য তাপ প্রখর হয়নি
বিনাশ নয়, অবহেলা নয়,
বিশ্বাসঘাতকতা নয়,
সন্দেহের বীজ বপন নয়;
অসুস্থ মানসিকতার সুস্থ পরিবর্তন চাই
এই পৃথিবীটাকেই স্বর্গ বানাতে চাই।

Add to favorites
697 views