পরিবর্তন -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 10, 2013
মানুষ পরিবর্তনশীল। ইতিহাস কেঁদে বুক ভাসিয়েছে কতবার! সময় থেমে থাকেনি । পরিবর্তনের চাকায় পিষ্ট করে চলেছে অতীত, বর্তমান, ভবিষ্যত! সেই সাথে খোলস পাল্টাচ্ছে মানুষ গুলোও! এটাই প্রকৃতির নিয়ম। আমিও এই নিয়মের একজন।
সময়ের চাকা আমার চাহিদা কে বদলে দিয়েছে। আমার স্বত্তা এখনো পড়ে আছে সেই সীমিত গোলাকার বৃত্তে, যেখানে আমার অতীত, আমার শৈশব, আমার কৈশর প্রতি মুহুর্তে গুমরে কাঁদে। সামনে বাড়তে পারিনা। কিছু একটা পথ আগলে দাড়ায়! ভয়ংকর একটা পিছুটান!!!
সেই ছোট্টটি ছিলাম। মুক্ত পাখির মত ডানা মেলে উড়তাম। ঘাস ফড়িং আর জোনাকি পোকার পিছনে ছুটতাম। একটা জোনাকি হাতের মুঠোয় পেলে, কি যে আনন্দ হত! কাপরের পুতুলে সম্পর্ক গড়তাম, ঘর বাধতাম। আবার সন্ধ্যার আগেই সব ভেঙে গুড়িয়ে দিতাম। হুমড়ি খেয়ে পরলেই অস্রুর বন্যা বয়ে যেত। বাশীর সুরে কোন এক একাকী বিকেলে, দু:খবোধ উপচিয়ে পরতো। দু:খ কে ডেকে বসাতাম আল্পনার পিড়িতে! রাতভর দু:খের সাথে জেগে থাকা!! কি যে ভয়াবহ পাগলামী ছিল শৈশব আর কৈশরটা তে!
এখন আর উড়া হয়না। ডানা গুলো বিশাল দেহী উটের মত ভার মনে হয় আজ কাল। হাতের মুঠোয় এখন রাশি রাশি অপুর্নতা! ঘাস ফড়িং এর পিছনে ছুটিনা সেই কতদিন! কি যে এক মিছে মায়ায় জীবনের পিছে ছুটে চলেছি! সম্পর্ক এখন আর গড়া হয়না। সম্পর্কে কেবল ভাঙনের সুর! নদীর ভাঙনের মতই ভাঙে জীবনের এপার ওপার! স্রুতের মত বয়ে চলে সময়। ফিরেও দেখেনা। আজ কতদিন কাঁদিনা। শত চেস্টায় ও কাদঁতে পারিনা। মরুভুমির শুষ্কতা আজ চোখে মুখে। বিশাল দেহী দানবরা মাড়ায় আমার সুখের আঙিনা। তাদের পদধ্বনীতে আমি মাঝরাতে জেগে উঠি। ওরা নৈশব্দে মাতে ন্যায় অন্যায় এর খেলায়! ওরা আমার বুকে ভর করে কেড়ে নেয় আমার শত রাতের ঘুম। চোখের পাতায় বিষ ছড়ায়। তবুও আমার কস্ট হয়না। আমার দু:খবোধ জাগেনা। এখন আর কিছুতেই কস্টের নাগাল পাইনা। কস্টেরা কোথায় হাড়িয়ে গেল!!
বদলে গিয়েছি। অনেকটাই বদলে গিয়েছি। তবু কেন কোন কোন দু:সপ্নের রাতে, এখনো শৈশবে ফিরে যাই ? জেগে জেগে রাতের আকাসে তারা খুঁজি? ধুলিময় সীমাহীন আকাসের কোথাও তো তারাদের গুঞ্জন দেখিনা। রাতভর হেটে বেড়াই জোনাকীর খুজে। নিজ হাতে গড়া সম্পর্ক গুলো খুজে ফিরি উঠোনে উঠোনে। খুজে পাইনা কেন?
ক্লান্ত চোখে জেগে উঠি প্রতি ভোরে। আবারো একটি ব্যাস্ত দিনের সুচনা। সময় বদলেছে, বদলেছে জীবনের প্রেক্ষাপট! বদলেছি আমি। শুধু বদলায়নি আমার ভিতরের “সেই নির্বোধ আমি”।
http://drkevil.com/home/poriborrton/

Add to favorites
6,071 views