পাগলু ২ -
এইচ বি রিতা
Published on: মে 18, 2013
এ কেমন মায়ার বাধন, যেতে যেতে পিছু ফিরিস,
এ কোন অভিমানে বিদায় বেলা জড়িয়ে ধরিস।
এ কেমন হেয়ালী তোর ,মনের ভুলে আমায় ডাকিস,
ভালবাসার নেশায় বুঁদ, ভাঙিস আবার নিজেই গড়িস!
দুরে গেলেই আঁধারে ঢাকিস,কেঁসে কঁদে সমুদ্র গড়িস,
এ কেমন ছলাকলায় ,আমায় দেখে মুখ আড়াল করিস!
এ কেমন অভিনয় তোর, বুকের ব্যাথা বুকেই পুষিশ,
হাত বাড়িয়ে কাছে টেনে, মুহুর্তেই কেন দুরে ঠেলিস!
চোখের ভাষায় প্রেম জাগিয়ে, রাতভর আমায় জাগিয়ে রাখিস,
এ কেমন কষ্ট তোর, একা একাই সহন করিস।
এ কেমন মায়ার টান, বাঁশীর সুরে আমায় ডাকিস,
তোর বিহনে রাত হয়ে যায় দিন, তুই কি বুঝতে পারিস !
পাগলু তোরে বুঝাই কেমনে, তুই আমার কোথায় আছিস,
মন চলেছে তুর থেকে দুর , আমায় তুই ক্ষমা করিস।
http://drkevil.com/home/paglu-4/

Add to favorites
1,435 views