পাগলু ৫ -
এইচ বি রিতা
Published on: জুন 15, 2013
স্পৃহা জাগে অনুরাগে পাহাড় সমতল
ছন্দ লাগে জীবন নদে চরণে মোর মল।মন উড়ে যায় চৈত্র হাওয়ায় আগুন লাগে গায়
মনের ঘরে বিষাদ জমে তোর দেখা না পায়।
পাগলু তুই আমার উঠোনে চরন ধুলি রাখ
তোরে ছাড়া বাজেনা মোর মন মন্দিরে শাঁখ ।
তম গগন একলা কাঁদে উপচে বারি ধারা
ইন্দ্রালয় বৃথা লাগে পাগলু তোরে ছাড়া।
সূর্যালোক ললাটে মোর জাগায় বিষের রেখা
তোর যাতনা মর্মে লাগে পাইনা তব দেখা।
মেঘ জমে মনের ঘরে বর্ষে গগন চিরি
তোর স্পর্শে মাধুকরী পুষ্প কানন গিরি ।
পাগলু তুই আয় দেখে যা পাগলী কেমন করে
তোর বিরহে একলা ঘরে কষ্টে যায় মরে।
ওরে পাগলু একটি বার দে না ছুঁয়ে অধর
হয়ে যা তুই বিদায় রাতের আমার শেষ প্রহর ।
06স্বরবৃত্ত ছন্দ]