পুরোনো দিনের গান -
রুপক চৌধুরী
Published on: জুলাই 25, 2018
পুরোনো দিনের গান//
###
বয়ঃসন্ধির কত বেহুশ প্রহরে অবিরত,
পুরোনো দিনের সেইসব গানগুলো যখন শুনতাম,
ভূতুরে দাম্ভিক মোহে এক,নিজেকে আধুনিক ভেবে,
সেই সকল স্বর্ণের গলায় পরিয়েছি কত জঞ্জালের মালা ,
পপ, রক আর বিদেশ সংস্কৃতির ঝনঝনানিকে,
আধুনিকতার আধার ভেবে,
সু-প্রশান্ত ব্রহ্মার সুনিবিড় পদ্মাসনে দেখেছি,
ধ্যানভঙ্গ বিক্ষুব্ধ রুদ্রের বহুমাত্রিক লম্ফঝম্ফ ,
আর সেইসব প্রাণগুলো,
যারা শুনতো সেই গানগুলো শ্রান্ত চিত্তে অহোরাত্র,
আনমনে ভাবতাম সে সব ব্যাক-ডেটেড প্রাণ,
লালন,নজরুল আর রবীন্দ্র এ আবার কেমন গান !
সময় বদলালো,বদলালো হিসেবের আপেক্ষিক দিক,
একদিন সবটুকো ছিলো যার শুধুই গাণিতিক,
আজ আত্মার আত্মীয় হলো সেই সব গান,
পুরোনো মধুতে মাখা সে সকল কালোত্তীর্ণ প্রাণ,
হৃদয়ের অন্তঃস্থলে ছড়ায় যারা কুসুমের ফল্গুধারা,
কাব্যসুধায় মাখা সুরের নিরুপম ঝর্ণাধারা ।
উপলব্ধির আত্মিক মুক্তিতে আজ হলাম আধুনিক,
খাঁটি নয় সবসময় সবটুকু, যা কিছু সমসাময়িক ।

Add to favorites
503 views