“পূজা’র ফুল”। -
রুপক চৌধুরী
Published on: নভেম্বর 3, 2016
তোমারে পূজিতে যে ফুল তুলেছি
সব গেছে তার শুকিয়ে,
চন্দনে মোড়া দূর্বার ঢালি
কখন যে গেছে হারিয়ে ।
কত উপাচার করি সমাহার
যা কিছু রেখেছি ঘরে,
বেদীতে লাগানো তুলসী গাছটি
কখন যে গেছে মরে ।
দেবার মতো’ন অঞ্জলি আর
কিছু’ই যে নাই বাকি,
শুকনো ফুলের শুষ্ক সে মালা
কেমনে চরণে রাখি ।
তবু যাই করে প্রেমের আরতি
মনের প্রদীপ জ্বালি,
পূজে যাই মাগো তোমার চরণ
হৃদয়ের ফুল তুলি ।
এর চেয়ে বেশি কিছু নাই মাগো
দেবার মতোন আর,
তোমার পূজার মধুর লগ্নে
এ আমার উপহার ।
মা কি কখনও নিজের ছেলে’রে
ছুড়ে ফেলে করে পর,
সন্তান যদি না পারে সৃজিতে
রঙ্গীন করে ঘর ।
# মাত্রাবৃত্ত-৬+৬+৬+৩/২

Add to favorites
1,402 views