পৌষের আগে -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
রং তুলি দিয়ে যে ছবি হয় আঁকা,
বোবা শব্দের বিভূতি প্রকাশ করে,
পৌষের আগে কুয়াশা যখন ঝরে,
অদ্ভুত শব্দে অনুভূতিরা যায় মরে।
ছবিতো শুধু হিজিবিজি কিছু আঁক,
অবয়ব তার বিশাল বুকের আকাশ,
মৃত্যু যেমন ক্ষমা করে না অবশেষে,
বাঁচতে গেলেও বিরক্তি গিলে ফেলে।
অন্ধ বাসনা অন্ধকারে রাখে ঠোঁট,
ঋতুর রাতে নিরাশা দেখায় হাত,
মারতে না চাইলেও মরতে হবে ঠিক,
খুনিরা সদায় ছুটছে দিক -বিদিক ।
খেজুর রসের মিষ্টি ঘ্রাণের বারি,
শীতের আগেই ছন্দ দোলায় গানে,
আরকি আমার ফিরবে সেই বেলা,
খেজুর তলায় বাঁধবো হাড়ি দু’জনে!
তুমিতো ভোরের শান বাঁধানো ঘাট,
দীপ্ত দেহেতে যার শীতের শিহরণ,
আমার সকাল দেউলিয়া যারে দেখে,
বাসানা বিলীন মাঠে,অনুতাপ রেখে।

Add to favorites
77 views