অসহায় সবে,
বহুবার ঘুরেছিল এপার-ওপার
ফসল শূণ্য হস্ত মেলে,
কি ফরিয়াদ আবার?
_
সৃষ্টি সুখের আনন্দে সবে কিংবদন্তি,
তবু সহজ পথ আজ দুর্গম,
গড়তে যদি হয়-
গড়তে হবে দৃঢ়তার মরুভূমি
সত্য-সিদ্ধ পথ ছাড়া যেথা না রবে,
কঠিন অপ্রস্তুত চরণতরী।
_
দেশ-মাটি আজ বাণিজ্যে,
মাগো,
রত্ন সবি তোর বিবেচিত অর্থের চাঁদমারি’র,
মাগো তোকের পরিচালকেরা একত্র কালো অর্থের কালো যাদুর শিকার,
আজ স্বার্থ-উদরপূর্তি বিনা কেহ করেনা সেই প্রেম,
বলেনা কেহ আজ,
মা তোর চরণচুমি।

Add to favorites
2,233 views