প্রণয় কথন -
পেন্সিলে আকা পরী
Published on: অক্টোবর 28, 2016
মাঝে মাঝেই আমাদের সময়গুলোতে অসময় এসে কড়া নাড়ে ,
নির্লিপ্ততা এসে হানা দেয় আমাদের ভালোবাসার চার দেয়াল ভেদ করে ;
তোমার গগণভেদী আর্তচিৎকারে খান খান হয় সুনীল আকাশ !
আর আমি পরাক্রান্ত মৃত্যুতে আশ্রয়ের নিমিত্তে শেষ রাত্রীতে প্রহর গুনি।
ভালোবাসা গো ,
কেন মাঝে মাঝেই এমন আচমকা আমাদের ভালোবাসার পাড়ায় হুট হাট বিভৎস,লোমশ, একচোখে রাক্ষসেরা এসে খুঁটি গাড়ে !
কেন খুব যত্নে গড়ে তোলা আমাদের ফুলেল বাগানটা বিনা দ্বিধায় এসে দুমড়ে-মুচড়ে একশেষ করে দিয়ে যায়;
নিশ্চুপ অভিমানে ভীত-সন্ত্রস্ত্র তুমি বেহালায় সুর তোলো বিরহী আকাঙ্খার ।
মাঝে মাঝেই বুঝতে পারি আমাদের পাহারেরা তাদের সবুজ আচ্ছাদন ঢেকে ফেলে শুভ্র কাফনে;
পোষা জোনাকিরা কেন জানিনা হঠাৎ করেই আলো ঝলমলে পোশাক পাল্টে অহেতুক অন্ধকারে গা ঢাকে।
কেন মাঝে মাঝেই তুমি অমন অবুঝ হয়ে ভেবে নাও কোথাও আমি হারিয়ে গেলাম !
আবার কেন আমিই বা তোমার বুকের রক্তক্ষরনের নিষ্ঠুর কারণ হয়ে যাই ;
প্রিয় ভালোবাসা,
জানি এতোসব জটিল প্রশ্নের কোনো উত্তর নেই আমাদের সমাধানে ;
জানি এতোকিছুর পরেও মাঝে মাঝেই বিষাক্ত সাপ এসে উগলে দেবে তার যতো বিষ আমাদের তৃষ্ণার্ত অধরে।
তবু কালবৈশাখীর ঝড় শেষে আমরা আবার গড়ে নেবো ঠিক আমাদের নীড় অবশিষ্ট খড়কুটো দিয়ে,
তবু আবারও ধ্বংস হওয়া মৃত্যুপুরীতে বাজাবো যুগলে প্রেমসিক্ত শাঁখ !
কোনো কারণ ছাড়াই মাঝে মাঝেই হানা দেয়া রাক্ষসদের তীক্ষ্ণ দৃষ্টিকে উপেক্ষা করে আমরা করে যাবো যুগ যুগান্তে অভিসার।

Add to favorites
1,469 views