প্রতিচিত্র -
মুহাম্মাদ মাসুদ
Published on: জুন 23, 2020
তোমাকে আকাশ দিলাম
এঁকে দিলাম লাল টিপের সূর্য
তুমি সূর্যমুখী,
সূর্যস্নানের হাসি।
তোমাকে লাল গোলাপ দিলাম
ভরে দিলাম লিপস্টিকের কৌটা
তুমি ভালোবাসার অপ্সরী,
ঠোঁটে তোমার রসালো জলপরী।
তোমাকে বেলীফুলের গোছা দিলাম
এলোকেশে গেঁথে দিলাম ফুলঝুরি
তুমি ম-ম গন্ধে মাখামাখি,
তোমার ভেজা চুলের জল শরীরে মাখি।
তোমাকে দুটি হাত চেয়ে নিলাম
পড়িয়ে দিলাম রেশমি চুড়ি
চুড়ির রিনিঝিনি শব্দে ঘুম ভাঙে,
এঁদো এঁদো চোখে জড়িয়ে ধরি।
তোমাকে এক শিশি আতর দিলাম
ছোট পাত্রে দিলাম রক্ত আলতা
কোমরে শাড়ির আঁচলে গুঁজে হাঁটবে একটু,
দিশেহারা তোমাতে ছন্নছাড়া সবটুকু।
তোমাকে আয়নার কাঁচে আবদ্ধ করলাম
তুমি-আমিতে চারজন
তুমি টিপ, লিপস্টিক, চুড়ি আর আলতায় ভেসে ওঠো,
বিমুগ্ধ হই আবার প্রথমত।

Add to favorites
877 views