প্রতিহিংসার কাব্য -
রুপক চৌধুরী
Published on: ফেব্রুয়ারী 15, 2020
কবিতা লেখার কথা ছিল বসন্তের বাহারে,
তরুনীয় খোঁপায় জড়ানো ফুলের সুষমা নিয়ে,
ভাঁটফুলের বুকে দক্ষিণা বাতাসের কোমল ছোঁয়ায়,
জীবনের খাতায় সে নান্দনিক অংকেরা কষে যায়,
অভুক্ত হৃদয়ে খেলাকরা শত পুলকের সূত্র,
তাদের ইশারায় আবিস্কৃত হওয়া অগণিত,
ভালোবাসার শৈল্পিক নামের কোলাহল নিয়ে,
কবিতা লেখার কথা ছিল আমার,
তোমার কথার মাঝে একদিন যে কোমলতা,
ভাদ্রের কাশফুলের পেলবতাকেও হার মানিয়ে,
পেঁজা তুলোর মতো উড়ে গিয়েছিল আমার আকাশে,
সেই মহাকাব্যিক ক্ষণের স্তুতিতে মাতোয়ারা হয়ে,
কবিতার জন্ম নেবার কথাছিল বারংবার ।
কবিতা লেখার কথাছিল জানে তুমিও প্রিয়,
আবহমান বাংলার শীতের বাহারি পিঠা পায়েসের স্বাদ,
আর ষড়ঋতুর বৈচিত্রের অপরুপ শোভা নিয়ে,
অথচ কবিতায় আজ জবাব দেই,
তোমার চোখে দেখা এক অনির্বচনীয় ক্রোধের,
হিংসার আগুনে জ্বলে জন্ম নেয় দেখি,
আমার অপ্রত্যাশিত প্রতিহিংসার কাব্য ।

Add to favorites
1,237 views