প্রথা -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
প্রথা
আরিফুল ইসলাম
আমাদের প্রতিশ্রুতিগুলো মিথ্যে ছিল
চাঁদ,সূর্য,প্রকৃতি,আকাশ,বাতাস
স্বাক্ষীরা নিরুত্তর বড্ড অসহায়
পৃথিবীতে মানুষই একমাত্র মিথ্যে বলতে পারে
মানুষগুলো কিভাবে বদলে যায় জানো কি?
অল্প একটু স্বার্থের আঘাত লাগলেই
সকল প্রতিশ্রুতি ভুলে যায় অনায়াসেই
আজ থেকে পৃথিবীর প্রতিটি শিক্ষালয়ে
পশুরা পড়াবে মানুষ শিক্ষা গ্রহন করবে।
সৃষ্টি হবে নতুন ইতিহাস,যুগ যুগ ধরে শুরু হবে
প্রথা বদলের আন্দোলন।

Add to favorites
570 views