প্রবাহমান জীবন ও কিছু কথা- পর্ব ৬ -
এইচ বি রিতা
Published on: জুন 8, 2015
মানুষের জানার শেষ নেই। মানুষ অনেক জানে, শুধু জানেনা ভালোবাসা। মানুষ মায়া বুঝে কিন্তু জানেনা মায়া কোথায় থাকে, মায়ার সীমাবদ্ধতা কতটুকু।
মায়া আর ভালবাসা এক জিনিস নয়! হতে পারে মায়া আর ভাললাগা এক। মায়ার পিছনে অন্তরনিহিত কারণ সত্য এবং সেই মায়ার একটা নির্দিষ্ট মাত্রাও আছে। কিন্তু ভালবাসার পিছনে কারণ থাকেনা; কোন সীমা থাকেনা!
এক বন্ধু বলেছিলেন, ”যেখানে গভীর ভালবাসা ….. মায়া’র শুরু সেখানেই। ভালবাসা কখনো “ধ্বংশের উণ্মত্ততা” জাগায় প্রাণে। মায়া তা আগলে রাখে অনেক যতনে। আর তাই ভালবাসার পূর্ণতা যে মায়াতেই ভাই। সে যেমনই অবুঝ … অবোধ তেমনি অপ্রতিরোধ্য। শুধুই এক ফল্গুধারা। একটি যদি ঘটিতে তোলা জল হয়, অপরটি পাগলপরা নদী …. গতিহারা দিশেহারা।”
অস্বীকার করছিনা। ভালবাসা থেকেই মায়ার জন্ম।ভালবাসা আর মায়া, একে অপরের পরিপূরক। যে ভালবাসায় মায়া নেই, সে ভালবাসা প্রাণহীন দেহের মত। মায়া আছে বলেই ভালবাসা এত মধুর! ভালবাসার শেষ পরিনতি নাকি মায়া? যদি তাই হয়, তবে কেন মানুষের মাঝে এই সম্পর্ক ভাঙা-গড়ার খেলা? আর যদি ভাঙেই, তাহলে কেন ভালবাসা ফুরিয়ে গেলেও মায়ার আচরগুলো সম্পর্কের দেওয়ালে স্পস্ট দাগ কেটে থাকে?
নাকি একটার শেষ থেকে আরেকটার শুরু? ভালবাসার শেষ থেকে মায়ার শুরু, নাকি মায়ার শেষ থেকে ভালবাসার?
ভালবাসা থেকে মায়ার উৎপত্তি। মায়া ক্ষনস্থায়ী। কিছু কষ্টের উৎপত্তি মায়া থেকে হতে পারে। মায়া থেকে ভালবাসা জন্ম নাও নিতে পারে। তবে ভালবাসায় মায়ার জন্ম হবেই।

Add to favorites
5,741 views