প্রভাত বরষা -
Kumaresh Sardar
Published on: আগস্ট 21, 2020
প্রভাত বরষা জাগিয়েছে প্রাণ
লতাপাতাগুলো করে আনচান
লাল চন্দন, ঘুরঞ্চি লতা,
মাথা নেড়ে নেড়ে কয় যেন কথা।
আঁশ শেওড়ারা, বন ওকড়ারা,
বর্ষা ধারায় হয়েছে মুখরা।
লাল পরী জবা হেসে কথা কয়,
ঘাসফুলগুলো অস্ফুট রয়।
গোলাপী ও সাদা পাপড়ি দুলিয়ে
পদ্ম ফুলেরা কথা যায় কয়ে।
আজ যেন তারা মিষ্টি তনয়া,
জলকন্যারা পড়িছে দুলিয়া।
ঝাঁঝিদামে আজ জাগিয়াছে প্রাণ
কদলীর বনে বায়ু শন শন,
নীল বনলতা চোখ মেলে চায়,
বালিহাঁস দল কোথা উড়ে যায়?
ডুবুরি পাখির আজ বড় দিন,
টুনটুনি পাখি নাচে ধিন ধিন।
একলা বায়স বসে চুপচাপ,
ভূঁই ছাতা পরে জল টুপটাপ।
কলমি ফুলেরা ফুটেছে যে সদ্য,
জলধনিয়ার দিন হলো অদ্য।
বসন্তবৌরি ডেকে ডেকে যায়
কতবেল গাছ মাথা নিচু রয়।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৬+৬
লয় – মধ্যম
ছন্দের নাম -মাত্রাবৃত্ত

Add to favorites
778 views