প্রশ্নবিদ্ধ রাষ্ট্র -
এইচ বি রিতা
Published on: মার্চ 28, 2016
রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ ও বণ্টনের জন্য যখন আপনি
গান্ধীবাদী,মহামানবীয় এবং বিবেকানন্দ ঘরানার
নরমেটিভ ও অবজেকটিভ ট্রান্সক্রিপ্ট নিয়ে সংবিধান রচনা করেন,
আপনার মতো একটি সাবজেকটিভ প্রতিষ্ঠানের পক্ষে
এর প্রয়োগ ও বাস্তবায়ন আদৌ সম্ভব হয়েছে কিনা!
ধর্ম, বর্ণ, জাত ভেদে জনগনের জান-মালের হেফাজতের দায়ীত্ব আপনার
তখন সব্জি ক্ষেতে পরে থাকে খাগড়াছড়ির সবিতা চাকমার লাশ!
রাঙামাটিতে তুমাচিং মারমাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়,
পুর্নীমা রানী শীলের হতভাগী মা করুন আর্তনাদে কুকুরদের পায়ের কাছে হাটু গেড়ে বলেন,
“বাবা, আমার মেয়েটা ছোট তোমরা একজন একজন করে এসো, মরে যাবে।”
আপনি ধ্বংস হয়ে যান রাষ্ট্র!
ভাত-কাপরের জন্য এদেশে মধ্যরাতে যৌবন চুরী হয় অসংখ্য নারীর,
মাছের দরে চলে শিশু ক্রয়-বিক্রয়,কেউ স্বেচ্ছায়,কেউ নিরুপায়
অনাচার ব্যাভীচারে জাতির গায়ে দুর্গন্ধ!
ক্ষুধার মগজে যখন ভুমিকম্প চলে,
চুরির দায়ে তখন রাজনের মত শত শিশু দাপটের প্রহারে মরে!
আপনার দৃষ্টি কোথায় রাষ্ট্র? কোন ভাবনায় আপনি মশগুল?
বিচ্ছিরি ঘৃণা বিদ্রোহীর মগজের কোষে কোষে পুঞ্চিভুত
বুকের ভিতর বরফ শীতল ক্রোধ;
দক্ষ তীরন্দাজ মোকাবেলায় আপনি তৈরী হন রাষ্ট্র!
রাষ্ট্রীয় আইন শৃঙ্গলা রক্ষায় আপনার বিজয়ের হাসি; মনে ঘৃণার উদ্রেক সৃষ্টি করে
সাধারণ জনগন ও নারীর নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ রাষ্ট্র!
আপনার সীমানায় ধর্ষণ হয় তনুরা, অতপর বেওয়ারিশ লাশ
সাগর-রুনি, বিশ্বজিৎদের আত্মা আজো গুমরে কাঁদে মাটি খামচে
আপনার সুযোগ সন্ধানী দূরবীন চোখে জাতি বিভ্রমে ভোগে
ভুলে যায় রানা প্লাজার করুন ইতিহাস;
ভুলে যায় সাত খুনের অন্তরালে আপনার পৃষ্টোপোষকতার কথা!
আপনি সমযোতার দোহাই দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ঘরে ককটেইল পার্টিতে যখন ব্যাস্ত
তখন ওরাই ফেলানীকে নিয়ে নগ্ন খেলায় রাতভর উল্লাসে মেতে,
ভোর হতেই তাকে কাঁটাতারে ঝুলিয়ে দেয়।
আপনার অভিনব শব্দগুলো মগজশূন্য জাতির বোধগম্য নয়!
আপনার দূরদর্শিতায় নিপীড়িত জনগোষ্ঠী চেতনাহীন!
আপনি নারী পুরুষের সমধিকারের কথা বলেন?
শিল্প ও কৃষি ক্ষেত্রে, পোশাক শিল্পে যেখানে শতকরা আশি ভাগ নারী নিয়োজিত,
সেখানে নারীকে পুরুষের চেয়ে কম মজুরি দেয়া হয়,
উচ্চ পদে নারী সদস্য কম নিয়োগ করা হয়!
বলি, আপনি কিসের সমধীকারের কথা বলেন?
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পুশ করে শিশুদের হত্যা
অদক্ষদের হাতে গাড়ীর বৈধ লাইসেন্স প্রদান, খাদ্যে ভেজাল
কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা কব্জা
হলমার্ক, ডেসটিনির বেপরোয়া লুন্ঠন,
পদ্মা সেতু নির্মানে দুর্নীতি – এতসব দায় রাষ্ট্র কে নেবে?
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের অ্যাকাউন্ট থেকে আট কোটি ডলার অর্থ সরিয়ে নিয়ে
যখন বিশ্ববাটপারদের জুয়ার আসরে বাংলাদেশের গণমানুষের ঘামে অর্জিত টাকায় ফূর্তি হয়,
যখন আপনি ঘোষণা দেন বাংলাদেশের মিডিয়া এখন সম্পূর্ণ স্বাধী্ন
আমার দেশ পত্রিকা বন্ধ করা দেয়ার কথা,
সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে থানা হাজতে
সম্পূর্ণ নগ্ন করে বেদম প্রহার করার কথা!
চ্যানেল ওয়ান নামক প্রাইভেট টেলিভিশন, ইসলামিক টিভি দিগন্ত বন্ধ করে দেয়ার কথা!
রাষ্ট্র, আপনি বোধশক্তি হারিয়ে ফেলেছেন।
আপনার প্রধান বাকশক্তি যখন সংসদে প্রকাশ্যে,
শামীম ওসমানের নিরাপত্তার দ্বায়ভার নিজ কাঁধে তুলে নেন,
তখন মেধাশূন্য মগজে প্রশ্ন জাগে
রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী কি সমগ্র দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়ীত্ব নয়?
ভাষা আন্দোলনের ৬০ বছর কেটে গেলেও, ভাষা আন্দোলনের
প্রথম গানের রচয়িতা চারণ কবি,কলমযোদ্ধা, ভাষা সৈনিক
শেখ সামছূদ্দিন আহমদের এখনও কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি!
অসুস্থ কবি আল মাহমুদ রাষ্ট্রীয় অবহেলার শিকার!
এ কলঙ্ক, এ লজ্জা, এ গ্লানি তবে কার?
হ্যা, এ লজ্জা কেবল আপনার একার রাষ্ট্র!
আপনি ধ্বসে পরুন রাষ্ট্র, দেখুন
দুরন্ত ক্ষিপ্রতায় তেড়ে আসছে কোটি মানুষের গলিত ক্রোধ
আপনি যতই লিখুন স্বৈরী সংবিধান; নিষ্পেষিত জাতী আর অঙ্কুরোদগম হবেনা।

Add to favorites
2,684 views