প্রিয় জীবন -
রুমানা পারভীন রনি
Published on: ডিসেম্বর 22, 2017
তোর কাছ থেকে মুক্তি চাই
আর কত জনম তোকে আঁকড়ে থাকবো?
বহুকাল তো ছিলাম অখাদ্য হয়ে
বৃথা গলদকরণের চেষ্টায় তোর সে কি কষ্ট!
তারচেয়ে আমার মুক্তিতেই তোর মুক্তি হোক
আমার অনন্ত পথের যাত্রায় সাথে থাকবি না জানি,
তুই কেবল ভেতরে প্রাণ সঞ্চয় করেই দায়মুক্ত।
জীবনের দায় তুই বুঝবি কেমন করে?
জীবনের এতো ঋণ কে শোধাবে বল?
তারচেয়ে মুক্তিই তো শ্রেয়!
তুই বেঁচে থাক মুক্ত বিহঙ্গ হয়ে
স্বেচ্চাচারী উড়ন্ত ডাহুক হয়ে
তবে আজ আমার সমাধীতে তোর দায়মুক্তি হোক।

Add to favorites
754 views