প্রিয় বাবা ## মিনা -
Kolpona mina
Published on: জুন 26, 2020
বাবা তুমি আছো বলেই রৌদ্রের তাপ গায়ে লাগে না
বাবা তুমি বটবৃক্ষের ছায়ার মতো আজও দাও শীতলতা।
সেই ছোট্ট বেলায় যখন বাবা রাস্তা পারি দিতে পারতামনা
হাতটি ধরে রাস্তা পার করিয়ে দিতে তুমি সাবধানে
তুমি আছো বলেই বাবা আজও রাস্তা পারি দেই তোমার সাথে।
বাইরে যখন বের হয়ে যাই বাবা কতো ফোন কল বেজে উঠে মুঠো ফোনে খুকী আমার ঘরে ফিরবে কতক্ষণে ?
গভীর রাতে চুপটি করে রুমে এসে দেখে যাও তুমি বাবা
ঠিকমতো ঘুমোতে পারছিতো আমরা।
বাবা তুমি আছো বলেই আমাদের বেঁচে থাকা
খুব যত্ন করে বার বার তুমি একই কথা বলো বাবা
জানো বাবা আমরা একটুও বিরক্ত হইনা
তোমার শাসন বারণ সবই আদরে মাখা ।
বাবা তোমায় নিয়ে লিখতে গেলে লিখতে পারবো ইতিহাস
তবে জেনে রেখো বাবা আমাদের হৃদয়ে তোমার বসবাস।
যে হাত ধরে বড় হয়েছি বাবা আমরা সেই হাত যেনো কখনো ছেড়ে না যায় আমাদের
বাবার আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে কেটেছে সোনালী শৈশব
শেষ বয়সটাতেও যেনো বাবার আঙ্গুল ছুঁয়ে কেটে যায় সময় ।
বাবা তুমি এমনি করে বেঁচে থাকো শত বছর
মাথায় আমাদের হাতটি রেখে করে যেও পরম আদর
শুধু আজকের দিনটি নয় বাবা
প্রিয় বাবা তোমাকে ভালোবাসি প্রতিদিন, প্রতিক্ষণ।

Add to favorites
1,253 views