প্রেমঃএকাল-সেকাল -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 21, 2013
একটা সময়, প্রেমটা ছিল খুব মধুর! কিছুটা ভয়, কিছুটা লজ্জ্বা, কিছুটা সংকির্নতা…সব মিলিয়ে কেমন জানি একটা অনুভুতি।
লুকিয়ে বান্দ্ববীর মাধ্যমে পত্র পাঠানো, পত্রের ভাঁজে গোলাপের পাঁপড়ি ভরে দেওয়া, সেই পত্র বইয়ের ভাঁজে গুঁজে রাখা! স্কুল এ যাওয়ার পথে, মোড়ের চা এর দোকানের সামনে দাড়িয়ে থাকা, চোখে চোখ পরতেই লজ্জ্বায় মেয়েটির মাথা নত করে তড়িৎ গতিতে কদম ফেলা! বান্ধ্ববীর নাম করে ফোনে কথা বলা, বার বার ফোন করে, পরিবারের অন্য কেও ফোন ধরলে, রং নাম্বার বলে কেটে দেওয়া! বিকেলে বেলায় বাড়ীর আশে পাশে রিকশা বা মোটর সাইকেল নিয়ে টহল দেওয়া! চিঠির উত্তর না পেলে, মনের আকাশে মেঘের ঘনঘটা! একটা দিন মানুষ টা কে রাস্তায় দাড়িয়ে থাকতে না দেখলে, বার বার পিছু ফিরে আনমনে তাকে খুঁজে বেড়ানো।ভালবাসার গভীরতা বুঝাতে, দিনের পর দিন, স্কুলের সামনে তীর্থের কাকের মত রোদে পুড়ে দাড়িয়ে থাকা! কত অন্যরকম ছিল প্রেমটা! কত ভিন্ন ছিল আমাদের আবেগ অনুভুতি প্রকাশের ধারা!
এখন, সময় বদলেছে। সময়ের সাথে বদলেছে মানুষ! বদলেছে মানুষের প্রকাশ ভঙি!
এখনকার প্রেম যেমন অতী সহজে আসে, তেমনি অতী সহজেই চলেও যায়। একটা প্রেম গেলে, আরো দুটো দুয়ারে দন্ডায়মান! হাড়ানোর শোকটা হয় ক্ষনস্থায়ী। যেমন একটা একটা দ্রব্য হাড়ালো, আরেকটা কিনে আনলাম। কেমন জানি সব কিছু খুব অকৃত্রিম!
যুগে যুগে কত কবি, মহা মনিষীরা, প্রেমের ব্যাখ্যা দিতে গিয়ে, কত গান, কবিতা, গদ্য লিখে গেছেন! তাদের লিখায়, প্রেমের সুপ্ত অনুভুতি গুলো পদ্ম ফুলের সুভাস বয়ে আনে!
এখন প্রেম মানেই, কাছে পাওয়ার আকুতি! প্রেম মানেই বন্দ্ব ঘরে দুয়ারে খিল! প্রেম মানেই নিজের সত্বা, সতিত্ব, অস্তিত্ব বিসর্জন দেওয়া!
প্রেমটা এখন আর সচরাচর দেখা যায়না! যা দেখি, তার বেশীটাই আকর্ষন, মোহ বা উত্তেজনা!
দু:খজনক হলেও সত্যি যে, নতুন প্রজন্ম, প্রেম বুঝেনা, প্রেমের অনুভুতি গুলো থেকে অনেক দুরে!
http://drkevil.com/home/premekalshekal/

Add to favorites
1,292 views