(১)
আজ এই ক্ষণে
কত কথা মনে
এই নির্জনে।
(২)
কত পথ চলি
কত কথা বলি
দুজন মিলি।
(৩)
ওগো প্রিয়তম
একবার বল
দুজনাতে আজ
কি যে হল।
(৪)
চোখে চোখে চোখ
রাখিয়া আমি
নিয়েছি চিনে
অন্তরখানি।
(৫)
ভালবাসা আজি
শুধু ফুলরাজি
ফুটেছে সবাই
নববধু সাজি।
(৬)
এই দিন কভু
ফুরাবেনা জানি
যদি তুমি থাক
হয়ে মন-রানী।
(৭)
সাগরের তল
আছে ওগো জানা
এ প্রেমের সীমা
শুধুই অজানা।
(৮)
ভালবাসাখানি
কতটা দামী
জানে এই মন
আর অন্তর্যামী।

Add to favorites
694 views