প্ৰতীক্ষার শেষ বেলা -
Nancy Dewan
Published on: ডিসেম্বর 2, 2020
বেলা প্রায় শেষ
প্ৰতীক্ষার পালাও প্রায় শেষ
ব্যস্ততার দিন গুলো কাটছে
একই ভাবে
নেই কোনো পরিবর্তনের অভ্যাস
প্ৰতীক্ষার পালা যেন
নাহি শেষ হয় ।
মানুষেরা বদলায় তার গতিবিধি
পাল্টাচ্ছে মানুষের চিন্তাধারা
তবুও যেন শেষ হতে চেয়ে না কাজের ধাপ
ঘড়ির কাটা যেন চলছে অবিরত,
জীবন নামক ইঞ্জিনে
প্ৰতিক্ষনের পালা যেন শেষ হয় না
আসছে ছুটে সেই নতুন ভবিষৎ
ক্ষনে ক্ষনে পাল্টে যাচ্ছে Method ।

Add to favorites
712 views