হতাশা তোমার’ও ছিলো -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
তোমরাও হতাশা ছিলো;এখনো আছে হয়তো,
স্বীকার করবে না জানি তোমার নৈঃশব্দ্যের
পরাহত চোখ,
যতোই তুমি শান দিয়েছো দৃঢ়তার দীপ্ত ডালে,
নিজেকে দেখাতে চেয়েছো বেতের অবিচল বৈভবে,
আমি পাহাড় চূড়ায় খুঁজতে দেখছি তোমায়,
মেঘ কী করে মিতালী করে বাতাসের অলিন্দে,
বর্ষার বিরুপ সুন্দরেও তুমি কতবার,
গা ভিজিয়ে নিয়েছো অনায়াসে,
কাঠাগোলাপ আর কদমের দেশে দিয়েছো পাড়ি,
বসন্তের প্রকৃতি আর নদীকে করেছে আপন,
দু’হাতে ঢেকেছো চোখ অগ্রহায়ণের বারান্দায়,
তোমারও হতাশা ছিলো ঠিক;
নইলে কী দরকার ছিলো তোমার,
ঘরের দখিন পাশে একটি জানালা রাখার,
অবিরত বাতাস আসা-য়াওয়ার কোলাহলে তুমি,
গোপনে পাচার করতে তোমার বিগত দীর্ঘশ্বাস ।

Add to favorites
446 views