ফুলেশ্বরী নদী -
Ariful Islam
Published on: জুলাই 22, 2020
ফুলেশ্বরী নদী
আরিফুল ইসলাম
আমি ভালোবাসার খোঁজে
পাড়ি দিই মাইলের পর মাইল
সহস্র দেশ ঘুরে উপস্থিত হয়েছি
ফুলেশ্বরী নদীর মোহনায়
আঁকা বাঁকা নদীর পাশে
দুপাশে ধানক্ষেত,সরিষা ক্ষেতে
সবুজের সমারোহ
নতুন প্রাণের ছড়াছড়ি।
যেখানে মাছেরা গান গায়
জলজ প্রাণীরা নৃত্য করে
ফুলের সুবাসে মন বিমোহিত হয়
শীতল পানির স্পর্শে দেহে প্রাণের সঞ্চার হয়
পানির কাছে কান পেতে শোনা যায়
চন্দ্রাবতী ও জয়ানন্দের ভালোবাসার গান।
আকাশ বাতাস বিদীর্ণ করে ধ্বনিত হয়
অমর প্রেমের না পাওয়ার কাহিনী।
পানিতে ডুব দিয়ে অবলোকন করি
সহস্র বছর আগের পুরনো দিনগুলো
যেখানে পৃথিবীর লোভ হিংসা অভিমান হারিয়ে গেছে
আর ফুলেশ্বরীর বুকে পূর্ণতা পেয়েছে
অমর প্রেমের নতুন নাম।

Add to favorites
485 views