ফোয়ারা -
Khadija Yeasmin
Published on: অক্টোবর 22, 2016
আয় একটি বার তুই
মন খারাপের কারন হয়ে
আয় একটি বার তুই
আমার রাঙা সকাল হয়ে।
নিয়ে আয় তুই শিশির বিন্দু
কাঁপন শীতে, স্পষ্ট হয়ে
আমি আলোয় লাজুকতা বিলিয়ে দিবো।
চোখের কাজল একটু টেনে দিবো।
আয় একটি তারকা খচিত রাত নিয়ে
আমার অমাবস্যা ঘুচে যাবে
কুহেলিকার নীল মায়া আমাদের পথ দেখাবে।
পথের শেষে মেঘ হাসবে
ছুঁয়ে দেয়ার লোভ সামলে
বাঁচার চাহিদাকে নিবো পরিপক্ক করে।
আয় তুই মশাল হয়ে
অন্ধকার পুড়ে অঙ্গার হবে
আমি শোণিত হয়ে
এক চিলতে হাসি দিবো
উপহারের খামে।
খামের হৃদ খন্ডে চারটি অক্ষর
চুপচাপ, জীবন্ত
নেশার ঘ্রান ছড়িয়ে
আলোর ফোয়ারায় নতুন পৃথিবী জন্মিবে।
আর ভালোবাসা ঝরবে অতিপ্রাকৃত শব্দে।
শব্দের মধুরতায়
হবো ঘোরহীন মাতাল
ফোয়ারার পাশেই
জলরঙে অংকিত হবে আজন্ম লালিত স্বপ্নপ্রাসাদ।

Add to favorites
1,659 views