বঙ্গদেশের জনক -
Ashraful Hasan Qadri
Published on: আগস্ট 19, 2016
বঙ্গদেশের জনক
আশরাফুল হাসান ক্বাদেরি।।
________________________
বঙ্গ আজি অসীমতায় অনুপম পূর্ণত্ব ধন্য,
হতে দেয়নি স্বদেশ ভিনদেশের পন্য।।
তেজস্বী কি হুংকার শুনালে অনন্য,
আজও তুমি আপন দেশে তব বরেণ্য।।
নির্মোহ তোমার নির্মিৎসা বঙ্গ সাজিয়ে,
অপরুপ সাজে; অনুরাগের বীনা বাজিয়ে।।
প্রেমানলে হলে আঘাত, তর্জনী কাঁপিয়ে!
আপন গর্জনে; রক্ত দিতে গেলে শিখিয়ে।।
অনলঃ রনাঙ্গণ তোমার পরশে তপ্ত কনক,
কত শত লষ্কর আপন সত্ত্বায় রওনক।।
কে বলছে মৃত তুমি? সব বাহানা আর রুপক!
বঙ্গভূমির শ্রেষ্ঠ মানব; বঙ্গদেশের জনক।।

Add to favorites
1,161 views