বদলে যায় দিন -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 3, 2015
বদলে যায় অনুভুতি, ফেলে আসা পিছুটান
সময়ের দাবীতে ইতিহাস,আরো কিছু মানবিক রীতি
সমাজ যেখানে রঙ বদলায় সকাল সন্ধ্যা লাল হতে খয়েরী,
কষ্টেরা হয় নীল হতে ধূসর- কালো
বদলে যায় বেঁচে থাকার প্রহসন।
বেতার ফেলে দূরদর্শন, অনুভুতি ছেড়ে যুক্তি
চর্চার অভাবে সম্পর্ক বদলে যায়
বদলে যায় শীতল চোখে মমতার চাদরে ঢাকা মায়াবী আলোকপাত।
বদলে যায় গনতন্ত্র, বদলে যায় স্বাধীনতার স্বাদ
চা এর কাপে গভীর মমতায় ছোড়া দীর্ঘশ্বাস
সেই সাথে বদলে যায় ছন্দের তালে বেঁচে থাকার আশ্বাস।
শুধু বদলায়না শ্রেণি বিভাজন
বদলায় না জীবন পদ্ধতির নিকৃষ্ট অনুভূতি
জোছনা তরোধানে হাজার বছর ধরে সাক্ষী রয়ে যায় বিভাজন!
বদলে না তোমার-আমার দৃষ্টিপাত
সেই সাথে স্থির হয়ে রয় এক পৃথিবী
অহর্নিশি ব্যাথাতুর হৃদয়ে সংগোপনে জেগে রয় শ্রেণি বিভাজন।