বন্ধু চল -
Khadija Yeasmin
Published on: অক্টোবর 22, 2016
রাত গহীন
নিটল কাঁন্নার জল
রুপ কথার গল্প বল
বন্ধু চল।
পাঁজরে উঠছে জ্বর
তুই ছাড়া ভীষণ একলা আমি
ফেলে আসা দিনগুলোয় আদর মাখি
রাতের আকাশ দেখি
মেঘেতে ভাসে তোর মুখচ্ছবি
বন্ধু তুই যে সবই।
বন্ধু চল
নদী ছলছল
দুষ্টামি হরদম
হাঁটবো পথ
স্বপ্ন আঁকবো জলরঙ
বন্ধু চল…..

Add to favorites
2,561 views