বন্ধ দুয়ার খুলে দাওনা লেখা # মিনা -
Kolpona mina
Published on: ডিসেম্বর 24, 2019
বিদঘুটে এই অন্ধকারে আমার রাত কাটেতো দিন কাটেনা
জানালা ছাড়া ঘরটি আমার আলো আসে না।
মাঝে মাঝে আমার মন চায়
জানালা দিয়ে একটু আলো এসে আমায় অধর ছুঁয়ে যাক
তোমরা কি তা জানোনা ?
ঐ বন্ধ দুয়ার খুলে দাওনা ।
বাহিরের ঐ মাতাল সমীরণ কেমন শিহরণ জাগায় তা আমার অজানা
কোনো এক বর্ষার দিনে ,
মনে জেগে উঠে বৃষ্টিতে স্নান করার অভিলাষ
বিকেল বেলার স্নিগ্ধতা আর গোধূলি লগ্নের মায়াজালে আমায় কি আবদ্ধ হতে দিবেনা ?
রাতের অবাক জোস্নার সৌন্দর্য আমার কি দেখা হবে না ?
পৃথিবীতে এসে যদি জোস্না দেখা হয়না
বেঁচে থাকায় এই অপূর্ণতা আমি চাইনা
ঐ বন্ধ দুয়ার খুলে দাওনা ।
মধ্যরাতে আলো আধারের মাঝে আমি দেখতে চাই ঝিঁঝিঁ পোকাদের খেলা
বেলী ,রজনীগন্ধা,হাসনাহেনা ফুলের সুবাস নিতে চাই প্রাণ ভরে।
চারদেয়ালের মধ্যে হচ্ছে জীবনের ছন্দপতন
এ কেমন রংহীন জীবন ,
খুলে দাও এই বন্ধ দুয়ার
পৃথিবীর তাবৎ সৌন্দর্য আমি অবলোকন করবো
তোমরা শুধু
বন্ধ দুয়ার খুলে দাওনা ।

Add to favorites
1,970 views