বয়স তখন ষাট -
এইচ বি রিতা
Published on: মার্চ 10, 2016
একদিন আমি সমুদ্রপাড়ে বসে থাকবো, বয়স তখন ষাট!
গুধূলী লগ্নে উচ্ছল জল তরঙ্গে চলবে আমার জীবনের সাথে সন্ধির ঘূর্ণয়ন;
চলবে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি!
এমন সময়,আধো আলোয়ারীতে কারো অস্পষ্ট শরীরী ছায়া দেখে চমকে পিছন ফিরে তাকাবো।
একি! তুমি?!
তোমায় দেখে অদ্ভুত জিঘাংসার চোরা স্রোতে ভেসে যেতে যেতে প্রশ্ন করবো-
এ অবেলা তুমি কোথা হতে এলে?
তুমি বলবে, আমি তো এখানেই ছিলাম,কোথাও যাইনি তোমায় ছেড়ে!
কপালে চার চারটে বলিরেখায় বিস্ময় ছড়িয়ে আমি বলবো,
তবে এতদিন কেন মেঘের কোলে রোদ হাসেনি?
জল পুকুরে পদ্ম ভাসেনি; তমনিশিতে আলো ঢেলে পুজোর উঠোনে ফুল ফুটেনি?
তবে সেদিন কেন পঁচে যাওয়া বেওয়ারিশ লাশ; কেউ দেখেনি, কেউ খুঁজেনি?
মৃদু হাসি ওষ্ঠে জুড়ে তুমি বলবে,
তখন ছিল মেঘের বুকে বৃষ্টির ঢল,নিশি জাগরনে অশুভ ক্ষন
উঠোন কোণে ধুলিস্তুপে, পরে ছিল অবহেলায় দুটি মল!
তবে সেদিন কেন শ্মশানে এমন পুড়া গন্ধ ছিল?
তুমি বলবে, দেহ পুড়া গন্ধটাই পেলে? মন পুড়েছিল সেই কবে!
আমি তোমার বুকের কাছটায় শার্টের বোতাম ঠিক করতে করতে বলবো,
তোমার শার্টের ২টি বোতাম নেই! দেখনি বুঝি?
তুমি বলবে, বুকের ভিতর হ্নদপিন্ড নেই, কে দেখেছে বলো?
বিস্ময়ে মরে গিয়ে আমি তোমার চোখে তাকাবো! গাল বেয়ে অস্রুদানা গড়িয়ে পরবে!
তুমি আলতো চুমোয় শুষে নিবে লবনাক্ত যত বিষাদ;
তারপর হাতটি টেনে আঙ্গুলের ভাজে আঙ্গুল গেঁথে বলবে,
অবনী, প্রতিক্ষার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলতে এসেছি
খুব ভালবাসি তোমায়! খুব ভালবাসি,
আমার সাথে জীবনের শেষটুকু থেকে যাও!
বিনয়ের শত পৃষ্ঠা খামচে শেষ হতে হতে অতঃপর,
আমি তোমার বুকে মুখ গুজে দেব।
হয়ে যাক আজ কিছু নতুন বিপ্লবের শুরু, হয়ে যাক নব ইতিহাসের নব সূচনা! হয়ে যাক এক পৃথিবী উলট-পালট,
কি আসে যায়!
বয়স তখন ঠিক ষাট!

Add to favorites
1,219 views