বরং আমায় ভালোবেসো -
শঙ্খ চিল
Published on: ডিসেম্বর 19, 2017
তুমি বরং থেকেই যাও
আমার জলজ কল্পনায় মিশে
প্রতি মধ্যরাতে তুমুল বর্ষণে সৃষ্ট করো এক নামহীন সমুদ্র।
তবুও তুমি থেকে যাও
তুমি বরং থেকে যাও
গহীনে অভিমানের নীল পাহাড় হয়ে
পরনে সাদা শাড়ী জড়িয়ে
কোন এক আমাবস্যায় পাহাড় চূড়ায় দাঁড়িয়ে
বহু বছরের পুরোনো হিসেব কষবো তোমার নিয়ে।
তুমি বরং থেকে যাও
আমার প্রিয় লাল শাড়ির পাড়ে মিশে
জমিনে তোমার আমার কাল্পনিক প্রেমের মাখামাখি
অতঃপর অনুভবে,
শরীরে তোমার অদৃশ্য স্পর্শ।
তুমি বরং থেকে যাও
আমার দক্ষিণের জানালায় মিশে
বড্ড বেহায়া বাতাস হয়ে
ছুঁয়ে দিও আমায় একাকী বিকেলে।
তবুও তুমি থেকে যাও…

Add to favorites
798 views