বর্ষা বিলাস -
রুপক চৌধুরী
Published on: নভেম্বর 6, 2020
পা ডুবালে জলে তুমি আমি ডুবাই চোখ,
তোমার আমার দুই কিনারে ব্যবধানই হোক।
উচ্ছ্বসিত তোমার বাগান কাঠ গোলাপের ঘ্রাণে,
সেই যে কবে ঘ্রাণ নিয়েছি আজও বাজে প্রাণে।
ফুল তুলে যাও বর্ষা দিনে বাগান আমার বিরান,
ভ্রষ্ট অতীত শূন্য ছিলো আজও খালি পরাণ।
তোমার আসর ভুলতে গিয়ে যে আঁচলে বাঁধি,
সুতা হয়ে সেই শাড়িটা দিলো গলে ফাঁসি ।
নিন্দা হলো সাথের সাথি শ্রাবণে না গলে,
সে আমারে করলো বধ ভালোবাসি বলে ।
পেতেই হবে ভালোবেসে এমন কথা নাই,
ফুলে সাজুক সব আঙিনা এইতো ভেবে যাই।
নিজের ভুলে সব হারিয়ে আষাঢ়ে গাই গান,
তারা গুনে অভ্যাস চোখের বর্ষায় ব্যবধান।

Add to favorites
597 views