বীভৎস সমীকরণ -
আসাদুজ্জামান শাওন
Published on: জানুয়ারী 16, 2020
বীভৎস সমীকরণ
আসাদুজ্জামান শাওন
——————————–
সিগারেটের ধোঁয়াগুলো ভেসে যায়
তোমাকে স্মরণ করে
গভীর রাতে যেমনটা দীর্ঘশ্বাস ভাসিয়ে দেই মহাশূন্যে।
মহিমান্বিত রক্তিম চোখ
হারিয়ে ফেলে ঘরের পথ
চিরন্তন সত্য ভাবনাগুলো নির্জনে মরে যায়,
শাশ্বত অলৌকিক কল্পনা যাদের পৃথক করতে পারিনি আমি –
যেহেতু, তুচ্ছ ছিলো না সৃষ্টি ; কবিতার পঙক্তি; অদ্ভুত চিন্তাশক্তি।
মূলত, আমি কি একা?
অথচ,প্রকৃতি আমাকে ঘিরে ফেলেছিলো মায়াজালে;
ধ্বংসাত্মক বোধশক্তিকে জাগ্রত করেছিলো –
কথা এবং কবিতাকে আলাদা করতে পারিনি কখনো
এমনকি কোনদিন;
প্রখর বহিঃপ্রকাশগুলোকে নিয়ে ভেবেছিলাম
অজস্র রাত,
কবিতা কি কবিকে অমরত্ব দিতে পারে?
কিংবা একটি পৃথিবী? কল্পনার সাত রং?
এই প্রশ্নগুলো আলোড়ন করে তুলে
যখন অন্ধকার রুমে সিলিং – এর দিকে তাকিয়ে
বৃথা আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করি; যতক্ষণ ভোরের আলো না ফুটে –
জীবন এমনই বীভৎস সমীকরণ
বিশুদ্ধ আর দূষিত উপাদান যেখানে পাশা-পাশি বেঁচে থাকে।

Add to favorites
1,729 views