বাউকুল -
Mithila
Published on: সেপ্টেম্বর 8, 2017
আমদের একটি মাত্র কুলগাছ
বাউকুল তার নাম
বাজারে এ কুলের রয়েছে সুখ্যাতি
শুনেছি এর অনেক চড়া দাম।
তাই বাবা হঠাৎ করে
আনলেন কিনে আজ,
লাগিয়ে দিলাম উঠোন কোণে
বাউকুলের গাছ।
সকাল-বিকাল পানি ঢালি
পূজো করার মতন,
পাতায় কোন পোকা বসলে
তাড়াই কতশত।
মরা কোন পাতার দেখা পেলে
তাড়াতাড়ি ফেলে,
মনে মনে ভাবি সব রস
এবার হয়ত খাবে এটা গিলে।
কেউ আসলে কখনো গাছটার
দেইনা কোন খবর,
কেউ যদি হিংসা করে
গাছটায় দেয় নজর।
অনেক যত্নের গাছটায় এবার
এলো কতো ফুল,
খুশিতে নাচি-গাই
কয়দিন পর খাবো বাউকুল।
একটা ফুল ঝরে গেলে
আমিও কাঁদি সাথে,
বাজার থেকে বিষ এনে
ছিঁটিয়ে দিলাম গাছে
রোগে শোকে কুল গুলো
যেন ঝরে না যায় পাছে।
এবার দেখি হঠাৎ করে
ফুলের মাথায় কুল বেড়ে
উঠেছে গাছের ডালে,
কুলের যত্নে গাছটাকে এবার
আটকাতে হবে জালে।
সবকিছু চলছে ভালো
কুলগাছটা খাচ্ছে প্রতিনিয়ত আদর,
হঠাৎ করে হাঁড় জ্বালাতে
কোথা হতে এলো বাদুড়।
দিনের বেলা যেমন তেমন
রাতের বেলা জ্বালায়,
ছোট দাঁতে কুট কুট করে
কুলগুলো সব ফালায়।
দিনে কাঁদি রাতে কাঁদি
শোকে যাবো বৃন্দাবন,
মা ডেকে বলে ওরে পাগলী
আমার কথা শোন !
বুদ্ধি দিয়ে মা বললো
কাজে নেমে যা আজ ওরে,
এবার দেখবি বাদুড় ব্যাটা
যাবে পগারপাড়ে।
মায়ের কথায় টিনের ঘন্টা দিয়ে
বাঁধিয়ে দিলাম গাছে,
বাদুড় ব্যাটার আনাগোনায় –
টিনটি যেন বাজে।
এতো কষ্টের বুদ্ধি আমার
ধূলিসাৎ হলো মাঠে,
চালাক বাদুড়,শয়তান বাদুড়;
তবুও কুল কাটে।
শতজনমের শত্রুতা হয়ত
বাদুড় লেগেছে আমার পিছে,
টিনের ঘন্টা থেকে একহাত দূরে
দুষ্টু বাদুড় পাখনা তুলে নাচে।
অবশেষে মনের সুখে
বাদুড় গেলো বনে,
মনমরা হয়ে আমি আছি
বসে উঠোন কোণে।
অশ্রু মুছে – তাকিয়ে থাকি
ভুলে সব শোক
পরের বছর কুল খাবো
এই আশায় বাঁধি বুক।

Add to favorites
572 views