বাবা -
এইচ বি রিতা
Published on: মে 31, 2015
শুনো! একটা গোপন কথা!
কাউকে বলো না কিন্তু।
আমার বুকের ভিতর কোথায় যেন ব্যাথা হয়
ডানেও না, বামেও না; মাঝামাঝি
গত মাসে বাবা চলে যাওয়ার পর থেকেই হচ্ছে
রাত হলেই বুক চেপে এপাশ ওপাশ করি
মনে হয় বাবা ছুঁয়ে দিলেই সেরে যেত
মা কে বলে দিও না যেন!
মা বলে, বাবা তোমার কাছে চলে গেছে
দোয়া করলে বাবা ফিরে আসবে
কিন্তু আমি তো এতটুকুন ছোট! মাত্র দোয়া করা শিখছি!
আমার খুব বাবাকে চাই
পাঠিয়ে দাও না বাবাকে
সত্যি বলছি আমি তোমার সব কথা শুনবো।
জানো, আমি রোজ দোয়া করি
কিন্তু তুমি শোননা।
বাবা আসুক আগে
বাবার সাথে খেলবো, ঘোড়া চড়বো
স্কুলে যাবো, স্কুল শেষে মাকে না জানিয়ে চকোলেট খাবো
রিকসা করে গল্প শুনে শুনে বাড়ী ফিরবো।
মা বলে বাবা তোমার কাছে ভাল আছে।
আচ্ছা বাবা কি না খেয়ে আছে?
আমারে ছাড়া বাবা কখনো খেতনা
খেতে বসলেই বাবা খুব পানি খায়
তুমি খেয়াল রেখো , আর শোন
বাবা ঘুমিয়ে পরলে বুকের উপর থেকে বই আর চশমাটা সরিয়ে রেখ।
বাবা বলেছিল আমাকে বড় খেলোয়ার বানাবে
বাবা তো নেই! এখন আমি কি হবো?
মা তো কথাই বলে না,
ডাক্তার আ্যংকেল সকাল বিকেল এত এত অসুদ দিয়ে যায়।
তুমি বাবাকে বলোনা আমার বুকে খুব ব্যাথা
বাবাকে চাই ।
কতদিন বাবা আমায় লুকিয়ে চকোলেট কিনে দেয়না
জুতোর ফিতা বেঁধে দেয়না
এখন আমি টিভি দেখে কাউকে প্রশ্ন করতে পারিনা
বাবা ছাড়া কেউ কিছু জানে না!
বাবা বলেছিল এবার আমায় রথমেলায় নিয়ে যাবে
নাগরদোলায় চড়াবে, একটা কবুতর কিনে দিবে
আরো বলেছিল এ মাসে নতুন স্কুল ব্যাগ কিনে দিবে
বাবা না এলে আমার সব ভেস্তে যাবে!
তুমি জলদি বাবাকে পাঠাও
আমি তো ছোট
এত উপরে তোমার কাছে আসতে পারিনা!
বাবা এলে এবার মরন কাকুর দোকানের হাওয়াই মিঠাই খাবো
এক মাসের খুচরো পয়সা সব পকেট ঝেড়ে হাতিয়ে নিব
বাবাকে কিন্তু বলে দিওনা।
খুব মনে পরে বাবাকে, বাবাকে চাই আজই
তুমি জলদি বাবাকে পাঠিযে দাও।
শুনছো……….
http://drkevil.com/home/baba/