বাস্তবতার করোটিতে অন্তঃসারহীন কবিতা -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
স্যাঁতসেঁতে মাটিতে কিছু কীট সাঁতার কাটে,
তাদের কূল পাবার কোন ইচ্ছে নেই,
এভাবে বেঁচে থাকবে বোলে’ই একদিন,
বিদ্রোহী বেদনার সাথে তাদের বিভৎস হাতাহাতি,
হিরোশিমা জানতো না তাকে সইতে হবে,
বিধ্বংসী পরমাণু বোমার বিদঘুটে বারুদ,
তার কোন দোষ ছিলো না,
কিছু দোষ যদি থাকে তা কোরেছিলো,
কাকভেজা জরায়ুতে ধাপে ধাপে জন্ম নেওয়া,
অক্লান্ত প্রচেষ্টারত মুক্তিকামী কিছু ভ্রুনের
সকাল বিকাল,যারা আজ ইতিহাস,
সে দিনের কাছে আগন্তুকের কোন দাবী ছিলো না,
তারপরও বন্দী সে কতো সীমাহীন আবদারে,
অযাচিত আক্ষেপের অসীম ডাঙায়,
তার মতো’ই কবিতাও মুক্তি দিতে পারে না,
বাস্তবতার করোটিতে বন্দী কবিতার হামাগুড়ি,
নতজানু হয়ে ভিক্ষা চায় বন্দীশালার দানবীয় দরবারে ।

Add to favorites
248 views