বিক্ষিপ্ত ভাবন(হাইকু) -
রুপক চৌধুরী
Published on: আগস্ট 30, 2019
১/ ভাদ্রের রৌদ
কাশ বনে আকাল
নগরায়ণে ।
২/ বর্ষা বিদায়
চোখেতে বরিষণ
আজব কান্ড ।
৩/জীবন যেন
স্রোতের পরিহাস
শ্রাবণ ভাদ্রে ।
৪/ তোমার চোখে
বসন্তের বিকাশ
আমার ভুল ।
৫/ আঁধারে দেখা
আষাঢ়ের বিজলী
নিছক মায়া ।
৬/ কাষ্ঠ দেবতা
অহেতুক অঞ্জলি
ছয়টি ঋতু ।
৭/ স্বার্থের দাস
বারমাসী মানুষ
বুঝতে দেরী ।
৮/ প্রণয় আসে,
ফুলের জলসায়,
পেছনে অগ্নি ।
৯/অঢেল দিলে,
এবার শেষ হোক
বাসন্তী ঋণ ।
১০/শিউলী ফুল,
সুবাসের বেসাতী,
রাতের ভেল্কী ।
১১/যেখানে দাও,
ফুলের বিসর্জন,
পঁচবে সত্য ।
১২/ভুল বোঝ না
বসন্তের বিলাপ
সব অস্থায়ী ।

Add to favorites
685 views