বিগত দিনের দুঃখ বলে কিছু নেই -
শ্রীকান্ত
Published on: মে 8, 2019
সে বার বন্যা হলো-
জল গড়ালো বহুদূর।
উঠোনে তুলসীগাছের তলাতেও হাটুজল!
আমি ভাবলাম জল শুকোলেই শান্তি।
বর্ষা গেলো, বন্যা গেলো।
চোখ তুলে তাকালো হেমন্ত!
আমি মেতে উঠলাম বকফুল আর হিমঝুরিতে!
কী শান্তি!
গত বন্যার কান্না আর রইলো কোথায়?
চোখ পড়লো স্যাঁতসেঁতে উঠোনটাতে-
হায়! প্রিয় তুলসীগাছটা মরে গ্যাছে!
তারপর আমি নিঃশব্দে মেনে নিলাম-
‘বিগত দিনের দুঃখ বলে কিছু নেই’

Add to favorites
974 views