বিগত দুই বছর -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
বিগত দুই বছর //
রুপক চৌধুরী//
##########
যে দু’টো বছর কেটে গেলো আমাদের,
আশংকা আর অনাকাঙ্ক্ষিত বৈরিতার বিচরণে,
আমাদের সকল দম্ভ আর অহংকারের উর্ধে তার হাত,
অতি ক্ষুদ্র জীবাণুর অবিশ্বাস্য উৎপীড়নে আমরা,
জীবনের নতুন রুপকে দেখছি অবলীলায়,
কত সহজে আমরা হেরে যাই মৃত্যুর মহা-উৎসবে,
তখন আমাদের আশা আর অনুরাগ হতাশায় ডুবে,
ঈশ্বেরর অলৌকিক হাতের দিকে চায় উৎসুক চিত্তে,
নির্বাক পোষ্টার হয়ে স্বপ্নেরা দেয়ালে লেপ্টে থাকে,
সোনার দেহের ভেতর নাচে বিশাক্ত ধাতুর ধ্বনি
ব্রাহ্মণ দেহটিও অস্পৃশ্য করে দেয় প্রকৃতির ক্রোধ,
তারপর সকল হিসাব চুকিয়ে আমাদের গ্রামীণ চোখ,
দূরের আকাশে দেখে দখিনের নীল জলরাশি,
ধূয়ে নিবে বলে নদী বিধৌত হাজার বছরের অভিলাষ,
রবি শষ্যের রূপসী বাসরে দেখি অংকুরোদগমের শীষ,
গত দুই বছর মিশে যাক পৃথিবীর পলি মিশ্রিত রুপে,
অস্থিরতার কালো আকাশে দিয়ে শিশিরের আস্থা,
মৃত্যুর বদলে লিখা হোক সম্ভবনার সোনালী কাবিন ।

Add to favorites
66 views