বিচ্যুত বিভা -
রুপক চৌধুরী
Published on: মার্চ 17, 2021
সরল রেখায় চলতে চলতে আলো একদিন,
বাঁক নিলো রাত্রির হাসিতে বাধাগ্রস্ত হয়ে,
যেখানে নিকোটিন মেতেছিল সাদার উৎসবে,
মুখাগ্রে সাজিয়ে অগ্নির ভয়ার্ত সুন্দর,
পৃথিবীতে কোন কিছু সরল রেখায় থাকে না,
আলোও একসময়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে,
গ্রহ নক্ষত্রের বুকে সজোরে আছড়ে পড়ে,
বক্র নিয়মে ছুটে চলা আমাদের ভাগ্যের মতো,
হঠাৎ করে দরজায় কড়া নাড়া মৃত্যুর মতো,
আমাদের সব বিভা বিচ্যুত হয়ে যায় এভাবেই,
পথের বুকে জমে থাকা অনাহূত বাধায়,
সেই অগ্নিপুঞ্জে পুড়ে কেউ কংক্রিট অনুরাগে,
জীবনের নীলখামে জমায় সোনালী জীবাশ্ম,
আবার মহাশূন্যে মিলিয়ে যায় অহরহ
কত জলীয়বাষ্পের বৃষ্টি হওয়ার জলজ অভিলাষ,
লেনদেনের মহাজাগতিক নিয়মের শৃঙ্খলে মেতে।

Add to favorites
406 views