এবেলা এক্টু ছায়ার আদলে প্রাণ শক্তির শোনাও বানী,
যত রঙ যত প্লাবনের বায়ু
দুর্ভিক্ষপনার হিংস্র আয়ু
মুছে দিতে, বাহুডোরে রাখি মিলাও ঘুম আনি।
–
পাটাতন আর এব্রোথেবরো শহরের জন্জাল মুখ,
বিশাল দৃষ্টের অশান্ত ঘর
বেঈমান সবে ব্রতে পর
দাও এক্টু বুকেতে ঠাঁই শান্ত বেলার বিন্দু সুখ।
–
দিন ভাঙ্গি ঋণ করতে ভীরু, হাটি ভূমির তোমা ঘরে,
শেষের অতৃপ্ত নয়ন সজাগ
সুখ-দুঃখ পাকাপুক্ত ভাগ
নিতে সদা ব্যাকুল তোমার পবিত্র হস্ত ধরে।
দাও সুখ,দাও স্বর্গ আনি, সুখ রথের তুমি স্বর্গ রাণী!
নাহ! না দরকার শ্রেষ্টের আয়োজন
নাহি ফুলেল চাদর রাহি বরণ,
শুধু পরমে শুনাতে ভাটার ধৈর্য আহ্বানী।
–
মুছে দিতে, বাহুডোরে রাখি মিলাও ঘুম আনি,
এবেলা এক্টু ছায়ার আদলে প্রাণ শক্তির শোনাও বানী।

Add to favorites
1,597 views