তোমায় কতো যতনে রাখি
আলতো আলতো করে মাখি
কোকিল কালো কেশের সুগন্ধ,
বধুয়া ওগো! আজ যেও না
মিছে লাজে ভয় পেও না
থাকুক তবে আজি কামড়া বন্ধ।
কাল তব আজ যাক থেমে
আসুক নাহয় বর্ষা নেমে,
আজি ভেজাবো দুহাত দুজনে জানলায়,
অন্ধকারে এতুটুকু আলো থাক
শত জনমের দৃষ্টি জুরাক,
মোর প্রিয়তীর প্রিয় রূপ মহিমায়।
স্বর্গদেবী সাজে তার লাল শাড়ি
আজি সন্ধ্যার রূপ বাহুডোরে বাঁধি,
শ্বেতবর্ণ হস্তে কাকন লাল সোনালী রূপালী;
সাথে মিশে যায় মোর সুপ্ত প্রেম,
যেমনি করে চায় বধু, আজ বনবো তেমনি সাধু
লাজ, ভাজে পরে থাক! সব দুনিয়াবী হবে টুকরো ফালী।
তোমায় শত যতনে রাখি
নয় আলতো,আজি সবটুকু মাখি
শুনছো! ওগো বিজয়া বধু -রাণী।

Add to favorites
977 views