তুমি হাসিও বধু
প্রেমমাখা রূপ দিও ভরে,
আমার একলা যে যায় কালের বেলা
কারু সজ্জার যাতন ভুলে।
ভুলেছি,এ যে আগাম পরশ
তোমার মন ভাষা আসে প্রাণে,
তুমি হাসিও হাসিও বধু
তাতেই যে সুখ আনে।
রূপখানা আমি সাধনে রাখি
যবে পাজরের মিল বনেছে,
বাহুডোরে ম্লান, প্রেম সৌরভ
সবি যত্নে সেজে আছে।
দাড়িয়ে থাকতে ব্রত ব্যাকুল
যে তটে তুমি ফিরবে প্রাণে,
আসিও,হাসিও বধূ
যাব, ভেসে মিলবো সুখবানে।
যাতনের প্রাতে হাসিও বধূ
না প্রয়োজন তব ঔষধ গায়,
সব কুসুমের সুভাস হাসে
বিজয়া বধূর হাসিতে হায়!

Add to favorites
1,054 views