আজি জীবন আরেকবার নেচে ওঠে
কিছু সমাধা মিলবার হাসি,
যত সব হয়েছে গণনা!
আজি জীবন আরেকবার হেসে ওঠে
বহু ফেলবার আর দিতে ফাঁসি,
রথ যে নতুন সম্ভাষণ দোলনা।
দায় আর দায়ীর খেলা কতো চলেছে
বেএলেম আপে! এতো জগৎ বোনা,
রঙ্গমঞ্চের লিখিত দলিল সদা বাড়ছে
আর মনগুলো দেখো হচ্ছে বেচাকেনা।
আজি জীবন আরেকবার গেয়ে ওঠে
ওরে! এ যে শূণ্যের গান সুমধুর,
যত সব ফেলে পুরোনো!
আজি জীবন আরেকবার নেচে ওঠে
কিছু বাঁচবার আশা সদাই ব্রতে সুদূর
হাতে যে বিজয় খঞ্জর ধারালো।

Add to favorites
1,643 views