বিজয় তুমি লিখা: মিনা -
Kolpona mina
Published on: জুলাই 6, 2021
বিজয় তুমি সবুজের বুকে আমার ভাইদের রক্তের বর্ণচ্ছটা
বিজয় তুমি দীর্ঘ নয় মাস যুদ্ধে বলিদান হওয়া ত্রিশ লক্ষ বাঙালীদের তাজা প্রাণ
বিজয় তুমি বধ্যভূমিতে বীরাঙ্গনাদের আত্মচিৎকার
বিজয় তুমি ক্ষুধার্তদের আহাজারী।
বিজয় তুমি সন্তান হারা মায়ের অন্তহীন অপেক্ষা
বিজয় তুমি পিতৃহীন সন্তানের যাতনা
বিজয় তুমি নববধূর গায়ে জড়ানো সাদা শাড়ির আঁচল
বিজয় তুমি একেকটি রক্তঝরা দিন
বিজয় তুমি স্বাধীনতার এক দীর্ঘ ইতিহাস।
বিজয় তুমি শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরীর মতো আরো অনেক বুদ্ধিজীবীদের আত্মত্যাগ
বিজয় তুমি মুক্তিযোদ্ধাদের গণকবর
বিজয় তুমি নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধে লিখা আমার সোনার বাংলা।
বিজয় সে তো একদিনের নয়
আমি বিজয় দেখিনি দেখেছি রক্তস্নাত পতাকা
আমি বিজয় দেখিনি দেখেছি বাংলার মানচিত্রে লিখা একটি নাম বাংলাদেশ
৭১ এর এই দিনে যে বিজয় ছিনিয়ে এনেছিলেন বীর মুক্তিযোদ্ধারা যে স্বাধীনতার জন্য রাজপথে রক্তের বন্যা বয়েছিলো সেই স্বাধীনতা কি সত্যি পেয়েছি আমরা ?
তবে আমার কাছে আজও মনে হয় স্বাধীনতা সেকি তালাবদ্ধ নয় ?

Add to favorites
847 views