বিদায় বললেই বিদায় হয় না -
অন্ধকার রাজ্যের রাজা
Published on: আগস্ট 5, 2016
যারে ভালোবাসি তারে বিদায় বলি কি করে বলো।
বিদায় বললেই তো আর বিদায় হয় না।
অশ্রুজলে শিক্ত দুটিচোখ মানে কি বিদায়?
বিদায় বল্লেই তো হৃদয়পটে আঁকা বদন মুছে যায়না।
বে-নামি চিঠি পত্তর রয়ে যায় বইয়ের ভাজে।
.
স্মৃতি তো আর জমাটবদ্ধ ধোঁয়া নয়,
কিছুকাল পরে মিলিয়ে যাবে হাওয়ায়।
স্মৃতি তব প্রতিবিম্ব, হায়েনার মতো
তাড়িয়ে বেড়ায়, পিছু ছাড়ে না।
বিদায় বল্লেই তো আর বিদায় হয় না।

Add to favorites
1,456 views