বিনষ্ট জীবন -
এইচ বি রিতা
Published on: নভেম্বর 19, 2017
যে রেখে গেছে তান্ডবের ধ্বংসাবশেষ বালিরেখার মত অন্তরিন্দ্রিয় কেটে, বর্ণহীন চোখের জলের দুর্বোধ্যতা বোধগম্য প্রত্যয়ে সে কেবল অহেতুক করুনার বিলাপ।
যে ফিরে দেখেনি সে ছিল এক নদী; পোতোম্যাক।স্রোতাবেগে সন্মূখপানে কি অতলে অভিমান গাঢ় হলে ধুয়ে নিয়ে যায় বিনষ্ট জীবন-
যে পথ গিয়েছে সরে, জেমস ডালটন সময়ের দাবীতে পাথর বুকে ছলকে পড়ে দুঃখ জলের লহরী- আঁধার ঘন হলে কাদামাখা পার্কের বেন্চে শুয়ে পড়ে নষ্ট রাতের আকাশ।
পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে অসমাপ্ত রয়ে যায় যে গল্প; তার নাম জীবন।

Add to favorites
617 views